প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নীলফামারী
বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যানার্থে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত“প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র” নীলফামারী ১৪ মার্চ ২০১২, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা, অকুপেশনালথেরাপি, হিয়ারিং টেস্ট, ভিজুয়্যালটেস্ট, কাউন্সেলিং, প্রশিক্ষণ সেবা প্রদান, সহায়ক উপকরণ (হুইল চেয়ার, ট্রাই-সাইকেল, হিয়ারিং এইড, ক্রাচ, এলবো ক্রাচ, টয়লেট চেয়ার, স্মার্ট সাদাছড়ি,স্ট্যান্ডিং ফ্রেম, ওয়াকার) সাহায্য পাওয়ার নতুন দ্বার উন্মোচন করেছে। শুধু প্রতিবন্ধীই নন; শারীরিক সমস্যা নিয়ে যে কোনো ব্যক্তি সুপরামর্শ পেতে এখন এই কেন্দ্রের সহায়তা নিয়ে থাকেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস