প্রতিবন্ধী সেবা ও সাহায কেন্দ্রের,সেবা সমূহঃ
১। প্রতিবন্ধীতার ধরণ নির্ণয়।
২। ফিজিওথেরাপি।
৩। অকুপেশনাল থেরাপি।
৪। স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি।
৫। শ্রবণ মাত্রা পরীক্ষা।
৬। দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা পরীক্ষা।
৭। অটিজম বিষয়ক সেবা।
৮। সহায়ক উপকরণ বিতরণ।
৯। মোবাইল থেরাপি ভ্যান এর মাধমে প্রত্যন্ত অঞ্চলে থেরাপি সেবা প্রদান।
১০। কাউন্সেলিং।
১১। অভিভাবকদের প্রশিক্ষণ।
যে সকল সমস্যার জন্য (ফিজিওথেরাপি) চিকিৎসা সেবা প্রদান করা হয়ঃ
১। অটিজম স্পেকট্রার্ম ডিজঅর্ডার।
২। বুদ্ধি প্রতিবন্ধীতা (Intellectual Disability)
৩। সেরিব্রাল পালসি (শিশুদের বসতে,হাঁটতে ও চলাফেরায় সমস্যা, মুখ দিয়ে লালা পড়ে ইত্যাদি।
৪। বাক প্রতিবন্ধী (কথা বলতে অস্পস্টতা, তোতলামি ইত্যাদি।
৫। প্যারালাইসিস (শরীরের একপাশ/চার হাত-পা/যেকোন এক হাত অথবা পা ইত্যাদি অবশ হওয়া এবং শক্তি কমে যাওয়া)।
৬। বেলস পালসি/ফেসিয়াল পালসি(মুখের একপাশ অবশ হওয়া)।
৭। জিবি-এস, ফ্রোজেন সোল্ডার, টেনিস এলবো, গল্ফার এলবো, এনকাইলোজিং স্পনডিলাইটিস, লাম্বার ও সারভাইকাল
৮। স্পনডাইলোসিস/স্পনডিলাইটিস (ঘাড় ব্যথা, কোমড় ব্যথা, হাতের কনুই-কব্জির ব্যথা, কাঁদ ব্যথা ইত্যাদি)
৯। ডাউন সিনড্রোম (Down Syndrome)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS